1. gonomanusherkatha.bd@gmail.com : গণমানুষের কথা : গণমানুষের কথা
  2. info@www.gonomanusherkatha.online : গণমানুষের কথা :
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

সাভারে গ্রেপ্তার ৪, ২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা): ঢাকার সাভারে পৃথক অভিযান পরিচালনা করে তিনজন দস্যু ও গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপর মাদক কারবারি পালিয়ে গেলে তার ভাড়াবাসা থেকে উদ্ধার করা হয় ২৫ লাখ টাকার হেরোইন।

বুধবার (৭ মে) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর।

এর আগে গতকাল গভীর রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচরের তালতলার মোড় থেকে তিনজন দস্যু, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়ার তুষার চৌধুরী বাড়ি থেকে গাঁজাসহ একজন ও সাভারের কোন্ডার দাসপাড়া এলাকা থেকে হেরোইনসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দস্যুরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালপুর থানার কোকরাবুশি গ্রামের মো. মুসা মিয়ার ছেলে মো. মনির (২২), যশোর জেলা সদরের ওহিদপুর গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে ওহিদুল ইসলাম আরিফ (২০) ও ঢাকা জেলার লালমোহন থানার দেবীচর গ্রামের মো. আল-আমিনের ছেলে মো. হৃদয় (২১)।

এছাড়া গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত রতন আলীর ছেলে মো. ফালান (৪৫)।

তাদের কাছ থেকে দস্যুতায় ব্যবহার করা চাপাতি ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার বাগডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে জোহারুল ইসলাম পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচরের তালতলার মোড়, কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়ার তুষার চৌধুরী বাড়ি ও সাভারের কোন্ডার দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চুনারচরের তালতলার মোড় থেকে তিনজন দস্যু, কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়া থেকে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সাভারের কোন্ডার দাসপাড়া এলাকা অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জোহারুল নামের এক মাদক কারবারি পালিয়ে যায়। তবে তার ভাড়া বাসা তল্লাশি করে ২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, দস্যুতা ও মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে পলাতক জোহারুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!