1. gonomanusherkatha.bd@gmail.com : গণমানুষের কথা : গণমানুষের কথা
  2. info@www.gonomanusherkatha.online : গণমানুষের কথা :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

গাজীপুরে কর্মরত শ্রমিকদের উপর হামলা, আহত ১০

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার কর্মরত শ্রমিক-কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে এতে ১০ জন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।

গত রোববার ( ১১ মে ) সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুরের জয়দেবপুর এলাকায় অবস্থিত স্টাইলক্রাফট লিমিটেড ও ইয়াংওয়ান্স (বিডি) লিমিটেড একটি কারখানায় এঘটনা ঘটে।

স্টাইলক্রাফট লিমিটেড শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মে সকালে‌ কর্মরত শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দিতে গেলে কারখানার সাবেক কর্মকর্তা আব্দুল বাতেন মিয়াজীর নেতৃত্বে আমির হোসেন আহমেদ প্রতীক, লায়লা, আঞ্জুমান, শাহীনুর, সুফিয়া খাতুন, রাজু আহমেদ, দ্বীন ইসলাম ও ফাতেমাসহ বিভিন্ন সময়ে ছাঁটাই-রিজাইনকৃত ৫০/৬০ জন শ্রমিকসহ তাদের সঙ্গে আসা বহিরাগত নামধারী কতিপয় শ্রমিক সংগঠনের কয়েক নেতাসহ কর্মরত শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে বাধা দেয় শ্রমিকরা কিছুই বুঝে উঠার আগেই বহিরাগতরা লাঠি সোঠা দিয়ে অতর্কিত হামলা চালায় এতে মোঃ মারুফ হোসেন, মোসাঃ মিনু আক্তার ও কুলসুমসহ ১০ জন শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে গাজীপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনা ঘটার পর থেকে কারখানার বাকি শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্টাইলক্রাফট লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, কারখানাটিতে একটি রেজিস্টার্ডকৃত ট্রেড ইউনিয়ন রয়েছে যার “গভঃ রেজি নং-ঢাকা-৫৫২১” কারখানার বা শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে সমাধান করা হয়। তাদের বিষয়েও আমরা আলাপ-আলোচনা করে সমাধান করার ব্যবস্থা ছিল তা না করে কতিপয় শ্রমিকনেতা নামধারী ব্যাক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য শ্রম অসন্তোষ স্থায়ীভাবে নিরসনে ইউনিয়নের ভূমিকাকে উপেক্ষা করে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথে বাধাগ্রস্ত করছে যাহা শিল্প সম্পর্ক উন্নয়নের পক্ষে বেআইনি হস্তক্ষেপ করে সচল কারখানার গেটে এই ধরণের সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ড করতে পারে না” আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে এই ধরণের বর্বরোচিত ও কাপুরুষিত হামলা সামাজিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি দেশের কোন নাগরিক এধরনের হামলার শিকার হতে পারে না” এই ধরনের ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।

অন্য দিকে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী মো. রুহুল আমিন এক বিবৃতিতে, স্টাইল ক্রাফট গার্মেন্ট শ্রমিকদের ওপর মালিকের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা নৃশংস হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

বিবৃতিতে তারা আরো বলেন, নারী শ্রমিকদের পড়নের বস্ত্র ছিড়ে ফেলে সম্ভ্রম হানি ও কয়েক জন শ্রমিককে আহত করে সন্ত্রাসীরা” আহত শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাৎক্ষণিক বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল করে গাজীপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনারের অফিসে গেলে হামলাকারী চার সন্ত্রাসীকে ধরে আনেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কিছুক্ষণ পরেই তাদের চার জনকে ছেড়ে দেওয়া হয় যা নিন্দনীয় বলে উল্লেখ করে কঠোর সমালোচনা করেন তারা। শ্রমিকদের পাওনা ২০ কোটি টাকা আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে নানামুখী ষড়যন্ত্র, চক্রান্ত এবং এহেন হামলা চলছে। এমতাবস্থায় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শ্রমিকদের পাওনা পরিশোধ করার জোর দাবি জানান।

এবিষয়ে গাজীপুরের শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানাটির রিজাইন ও ছাঁটাইকৃত শতাধিক শ্রমিকের আইনগত পাওনা কারখানা পরিশোধ না করায় শ্রমিকরা শ্রম আদালতে মামলা দায়ের করছে বলে জানা যায়।

এবিষয়ে জানতে কারখানার এডমিন ম্যানেজার সুজাউদ্দিনের সাথে মোবাইল ফোনে ও খুদে বার্তায় যোগাযোগ করা হলে তিনি কোন জবাব দেননি।

 

 

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!